04 January, 2024
BY- Aajtak Bangla
একটা কাজ দিলে প্রতিবার গিয়ে যদি বসকে জিজ্ঞাসা করতে থাকেন, ‘এরপর কী করব?’ তাহলে কিন্তু আপনার পদোন্নতি আটকে থাকবে।
পদোন্নতি পেতে চাইলে ধারাবাহিকভাবে আপনার আগ্রহ–উদ্দীপনা এবং কর্মতৎপরতা ধরে রাখুন। এতে আপনি বসের সুনজরে থাকবেন।
কাজের সঙ্গে কখনো ব্যক্তিগত আবেগ মিশিয়ে ফেলবেন না।
পদোন্নতি এবং সহকর্মীর শ্রদ্ধা অর্জন করতে চাইলে সময়মতো অফিসে পৌঁছানোর অভ্যাস করুন এবং এই অভ্যাস ধরে রাখুন।
ক্রমাগত অভিযোগ করা মানুষের আশপাশে কেউ থাকতে চায় না। বরং নিজের জায়গা থেকে সমাধানের চেষ্টা করুন।
বিশেষজ্ঞদের মতে, পদোন্নতি পেতে চাইলে আপনার প্রতিষ্ঠান পরবর্তী পাঁচ বছরে কী কী অর্জন করতে চায়, তা নোট করে রাখুন।
আপনি যদি ক্রমাগত অন্যদের সৃষ্টিশীল আইডিয়া নাকচ করে দেন, অন্যদের সমাধান ও কৌশল শোনামাত্রই তর্ক শুরু করেন, তাহলে প্রতিষ্ঠানের উন্নতি এবং অগ্রযাত্রা ব্যাহত হয়।
কোনও প্রকল্প বা উদ্যোগের দায়িত্ব আপনাকে দেওয়া হলে আপনি তা করতে অপারগতা প্রকাশ করলে আপনার পদোন্নতির কোনো সম্ভাবনা নেই।
ভুল করার পর আমরা তার দায় কীভাবে স্বীকার করি এবং কীভাবে তা শুধরে নিই, তার ওপর অনেকাংশেই নির্ভর করে আমাদের পদোন্নতি হবে কি হবে না।
সব অফিসে ‘ড্রেস কোড’ থাকে না। ধরা যাক, আপনার অফিসেও নেই। তাই বলে ইচ্ছেমতো পোশাক পরে অফিস করা শোভনীয় নয়।