BY- Aajtak Bangla
21 March, 2025
ইন্টারভিউতে যখন বসবেন, প্রথমে আপনার নামটা দু'বার বলুন। যেমন, জেমস, জেমস বন্ড। আসলে এই ভাবে বললে অনেক বেশী প্রত্যয়ী মনে হয়।
ইন্টারভিউ শেষে আপনার কোনও প্রশ্ন আছে কি না? তাহলে আবশ্যই 'হ্যাঁ' বলবেন এবং জানতে চাইবেন আপনার আবেদনে এমন কী কিছু আছে যা চাকরিদাতাদের ভাবিয়েছে?
যদি উল্লেখ না করা থাকে তাহলে সিভি সব সময় পিডিএফ ফর্ম্যাটে পাঠাবেন। কারণ, পিডিএফ অনেক বেশি পেশাদার।
যে সংস্থায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন তার সম্পর্কে ভাল করে খোঁজখবর নিয়ে যান, প্রয়োজনে ইন্টারনেটের সাহায্য নিন। সুবিধা হবে।
যদি জানতে পারেন যে কে আপনার ইন্টারভিউ নেবেন তাহলে তাঁর সম্পর্কেও 'রিসার্চ' করে যেতে পারলে ভাল হয়। তবে আগ বাড়িয়ে তাঁর প্রশংসা করবেন না।
মহিলা হোক কিংবা পুরুষ। চাকরির ইন্টারভিউতে ফর্মাল পোশাক পরে যাওয়াই ভাল। সালোয়ার বা স্কার্ট কিংবা পাঞ্জাবি পড়ে যাবেন না.
ইন্টারভিউ রুমে ঢোকার আগে অবশ্যই মোবাইল ফোনটা একদম সুইচড্ অফ্ করবেন। না হলে আপনার মনযোগ নষ্ট হতে পারে।
ইন্টারভিউয়ের সময় সর্বদা চোখে চোখ রেখে কথা বলুন। এতেও আপনাকে অনেক প্রত্যয়ী মনে হবে। ।
হাঁটাচলা, কথাবলা এই সবকিছুর মধ্যেই একটা সতেজ ও জড়তাহীন ভাব থাকা আবশ্যিক। ।
সবশেষে, আপনি যে পদের জন্য ইন্টারভিউটা দিচ্ছেন সেই সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই তা জানতে চাইবেন।।
এছাড়াও, সুগার বেড়ে গেলে ভীষণ ক্লান্ত লাগে। কাজে এনার্জি মেলে না।