BY- Aajtak Bangla
16 March, 2025
সাপ সাধারণত নির্দিষ্ট কিছু গন্ধ, শব্দ বা পরিবেশ এড়িয়ে চলে। যেসব এলাকা সাপপ্রবণ, সেখানে কিছু ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করে সাপকে দূরে রাখা সম্ভব। নিচে ১০টি উপায় দেওয়া হলো, যেগুলো সাপ দূরে রাখতে কার্যকর।
কার্বলিক অ্যাসিড বা ফিনাইলের তীব্র গন্ধ সাপ সহ্য করতে পারে না। বাড়ির চারপাশে ও প্রবেশপথে এটি ছিটিয়ে দিলে সাপ দূরে থাকে।
ন্যাপথলিন বলের গন্ধও সাপের জন্য অসহনীয়। ঘরের কোণায়, বাগানে বা দরজার আশপাশে এটি রাখলে সাপ প্রবেশ করতে চায় না।
রসুন ও পেঁয়াজে থাকা সালফার জাতীয় উপাদান সাপ প্রতিরোধে কার্যকর। এগুলো বেটে পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করলেও সাপ দূরে থাকে।
নিমপাতার কড়া গন্ধ সাপ সহ্য করতে পারে না। নিমপাতা পুড়িয়ে ধোঁয়া দিলে কিংবা নিমতেল ছিটিয়ে দিলে সাপ দূরে থাকে।
অনেক ক্ষেত্রে লবণ ও চুনের মিশ্রণ সাপ তাড়াতে সাহায্য করে। বিশেষ করে ঘরের প্রবেশপথ ও আশপাশে ছিটিয়ে দিলে কার্যকর হতে পারে।
সরিষার তেল ও কেরোসিনের তীব্র গন্ধ সাপ পছন্দ করে না। এগুলো জলে বা মাটিতে প্রয়োগ করলে সাপ আসার সম্ভাবনা কমে।
গবেষণায় দেখা গেছে, দারুচিনি ও লবঙ্গের তেল সাপের জন্য বিরক্তিকর। এগুলো স্প্রে করলে সাপ চলে যায়।
তুলসী ও লেবুগাছ লাগালে এর গন্ধ সাপ দূরে রাখে। ফলে বাগান ও আশপাশের এলাকা সাপমুক্ত থাকে।