BY- Aajtak Bangla
5th June, 2024
চুলের কালো ভাব ধরে রাখতে অনেকেই হেনা ব্যবহার করেন। হেনাও পাকা চুলের সমস্যার অব্যর্থ উপায়।
অনেকেরই ধারণা, চুলের কালচে ভাব ধরে রাখার একমাত্র উপায় হলো হেয়ার কালার।
কিন্তু হেয়ার কালার, হেনার নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার চুলকে কালো রাখে।
কিন্তু হেয়ার কালার, হেনার নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার চুলকে কালো রাখে।
১০০ বছর পুরনো এই টোটকা চুলের স্বাস্থ্য বজায় রাখে।
মেথি দানা, তেঁতুল, জায়ফল ও কারি পাতার মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হেয়ার মাস্ক হলো সেই ১০০ বছর পুরনো টোটকা, যা চুলকে কালো রাখে বয়স বৃদ্ধির পরও।
তেঁতুলের মধ্যে ভিটামিন সি রয়েছে, যা চুলে কোলাজেন গঠনে সহায়ক করে। এই প্রোটিন আপনার চুলকে অকাল বার্ধক্যের হাত থেকে রক্ষা করে। মেথি দানায় থাকা প্রোটিন ও নাইকোটিনিক অ্যাসিড চুল পড়া ও খুশকির সমস্যা দূর করে।
একটি বড় বাটিতে মেথি দানা, তেঁতুল, জায়ফল ভিজিয়ে রাখুন। সারারাত এই উপকরণগুলো জলে ভিজিয়ে রাখতে হবে।
পরদিন সকালে হাত দিয়ে চটলে মেখে নিন তেঁতুল, জায়ফল ও মেথির দানা। মিশ্রণটি মসৃণ হওয়া চাই। প্রয়োজনে ব্লেন্ডারেও মিশ্রণটি পেস্ট করে নিতে পারেন। এরপর এতে কারি পাতা বেটে মিশিয়ে নিন।
প্রতিদিন স্নান করতে যাওয়ার আগে মাথায় মাখুন এই হেয়ার মাস্ক। তেঁতুল ও জায়ফল হেয়ার মাস্ক মেখে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর চুল ধুয়ে নিন।