9 MAY, 2024
BY- Aajtak Bangla
নবজাতক এবং প্রসূতিদের হাসপাতালমুখী করতে রাজ্য সরকার চালু করেছিল নিশ্চয়যান প্রকল্প।
প্রসূতিদের হাসপাতালে বিনামূল্যে আনা-নেওয়ার জন্য ওই প্রকল্পের পরিষেবা।
এখন থেকে সরাসরি ১০২ টোল ফ্রি নম্বরে ফোন করলেই প্রসূতিদের পরিষেবা দিতে বাড়িতে পৌঁছে যাবে অ্যাম্বুল্যান্স-১০২।
রাজ্যের যে কোনও প্রান্ত থেকে এই টোল ফ্রি নম্বরে ফোন করলেই প্রসূতিদের বাড়িতে পৌঁছে যাবে অ্যাম্বুল্যান্স৷ তা প্রসূতিদের নিয়ে যাবে নিকটবর্তী সরকারি স্বাস্থ্য কেন্দ্র কিংবা সরকারি হাসপাতালে।
প্রয়োজনে সেই অ্যাম্বুল্যান্স প্রসূতিকে উন্নততর হাসপাতালেও পৌঁছে দেবে৷
হাসপাতাল থেকে ছুটির পর বাড়ি ফিরতেও বিনামূল্যে অ্যাম্বুল্যান্স ডাকা যাবে ওই টোল ফ্রি নম্বরে যোগাযোগ করে।
এই পরিষেবাটি প্রসবের পর থেকে এক বছরের জন্য প্রদান করা হয়।
সম্পূর্ণ বিনামূলে ২৪ ঘণ্টা এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়। নির্দিষ্ট নম্বরে ফোন করলেই মিলবে পরিষেবা।
এর জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রসূতির আধার কার্ড, পোলিও কার্ড ও ডাক্তারের প্রেসক্রিপশনের অরিজিনাল ও জেরক্স কপি সঙ্গে রাখতে হবে। ফেরার জন্য লাগবে হাসপাতালের ডিসচার্জ কপি।