21 JULY, 2023

BY- Aajtak Bangla

একুশের সভায় ধর্মতলায় কেমন ভিড় হল? দেখুন ছবি

একুশের সভায় ধর্মতলায় কেমন ভিড় হল? দেখুন ছবি

পঞ্চায়েত ভোটে জয় মিলেছে। পরের লক্ষ্য ২০২৪ সালের লোকসভা ভোট। 

আজ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের মেগা র‍্যালি ধর্মতলায়৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত সমর্থক ভিড় জমিয়েছেন।

ধর্মতলার মঞ্চে যাওয়ার আগে ২১ জুলাইয়ের শহিদদের পরিবারের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের বিভিন্ন দূরবর্তী প্রান্ত থেকে নৌকা, বোট, লঞ্চে করে ধর্মতলার উদ্দেশে রওনা দেন তৃণমূল কর্মীরা। 

ধর্মতলায় একুশে জুলাইয়ের শহিদ দিবসে তৃণমূল কর্মী-সমর্থকদের জনজোয়ার৷

ধর্মতলায় একুশের সভায় ঠিক কেমন ভিড় হল? দেখুন ছবি।

বৃষ্টি উপেক্ষা করেই ধর্মতলায় ভিড়ে দাঁড়িয়ে হাজার-হাজার তৃণমূল কর্মী-সমর্থক।

২১ জুলাই শহিদ দিবস উদযাপন। তার পাশাপাশি এদিন পঞ্চায়েত ভোটের জয়ও উদযাপন করা হবে।