BY- Aajtak Bangla
25th January, 2025
ছেলেদের মতে মেয়েদের মন বোঝা দায়। এক কথায় ছেলেদের কাছে এটা সবচেয়ে কষ্টসাধ্য বিষয়।
আর এর মূল কারণটি হচ্ছে মেয়েরা তাদের মনের কথা সহজে প্রকাশ করতে চায় না বা করেনা।
তাহলে জেনে নিন কোন কোন বয়সী মেয়েদের কেমন ছেলে পছন্দ।
বিষেশজ্ঞরা মনে করেন, পুরুষদের এমন কিছু অভ্যাস বা কাজ আছে যা মেয়েরা মুখে অপছন্দ করে বললেও, মনে মনে আসলে সেগুলো ঠিকই পছন্দ করে।
১৬ থেকে ১৮ বছরের একটি মেয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সিনেমার নায়কদের মতো সুদর্শন পুরুষ চায়।
২০ থেকে ২৫ বছরের মেয়েরা পুরুষদের উপার্জনের ওপর গুরুত্ব দেয়। তখন তাদের কাছে নিজেদের ভবিষৎটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হয়।
৩০ বছর বা তার বেশি বয়সের মেয়েদের কাছে একটু বেশি বয়স ও পরিণত মনস্ক ছেলেদের বেশি পছন্দ করে।
শান্তশিষ্ট মেয়েরা পছন্দ করে হাসিমুখের ছেলেদের। যে তাকে কথায় কথায় হাসাবে।