12 MARCH, 2025

BY- Aajtak Bangla

বয়স কালেও ত্বক থাকবে ঝলমলে, জেনে নিন ৩ টিপস

মুখের ত্বকের তৈলগ্রন্থি থেকে শারীরবৃত্তীয় প্রক্রিয়াতেই সেবাম ক্ষরণ হয়।

সঠিক পদ্ধতিতে তা পরিষ্কার না করলে মুখে ব্রণের আধিক্য দেখা দিতে পারে।

অনেকক্ষেত্রে মুখে গরম জলের ভাপ নিলে সমস্যার সমাধান হয়। তবে গরম বাষ্প আবার চামড়ার ক্ষতিও করে।

ত্বকের উন্মুক্ত ছিদ্রে জমে থাকা তেল, ধুলো-ময়লা দূর করার সবচেয়ে সহজ পন্থা হল এক্সফোলিয়েশন।

শক্ত দানাজাতীয় স্ক্রাবের সাহায্যে বা রাসায়নিক দেওয়া মাস্ক, জেল।

অ্যাক্টিভেটেড চারকোল মাস্ক মিনিট দশেক মুখে মেখে রাখুন। তারপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

তবে এই ধরনের মাস্ক ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এই স্ট্রিপ নাকের উপর বা আশপাশে চেপে বসিয়ে কিছু ক্ষণ অপেক্ষা করতে হয়।