BY- Aajtak Bangla
24 December, 2025
প্রেম করা মানেই প্রেমিকার সঙ্গে অনেক বকবক করতে হবে। কিন্তু মুশকিল হল, ছেলেরা সকলে এই বকবকানির শিল্পে তেমন পটু নন।
মুখ ফসকে একটু বেফাঁস কিছু বললেই তাই মেয়েরা চটে বোম হয়ে যায়। ছেলেরা বুঝতেই পারেন না রাগের মতো কী হল। তাঁদের জন্যই রইল টিপস।
কখনও বলবেন না যে এই সাজে, বা আজ তোমাকে ভাল লাগছে। তাহলেই পাল্টা প্রশ্ন আসবে, 'কেন? আগে আমাকে ভাল লাগত না?'
বরং বলুন বরাবরের মতোই সুন্দর লাগছে। বিষয়টা আপনার হজম করতে সমস্যা হতে পারে। কিন্তু প্রেমিকারা এমনটাই শুনতে চায়।
প্রাক্তনের সঙ্গে প্রেমিকার তুলনা করবেন না। প্রাক্তনের প্রসঙ্গই আনবেন না। পারলে প্রাক্তনের নাম বা ছবি চেপে যান। অনেক শান্তিতে থাকবেন।
প্রাক্তনের সঙ্গে অনেকের বন্ধুত্বপূর্ণ যোগাযোগ থাকে। প্রেমিকার কাছে সে কথা না তোলাই বুদ্ধিমানের কাজ। বলাই বাহুল্য, প্রেমিকার প্রতি আপনাকে বিশ্বস্তও থাকা প্রয়োজন।
প্রেমিকার সামনে তাঁকে বাদ দিয়ে বিশ্বের কোনও মহিলাকে সুন্দরী বলা যাবে না। তিনি মিস ইউনিভার্স হলেও না। ছেলেরা এটা মাথায় গেঁথে নিন।
আপনার ছোটবেলার বান্ধবী, প্রাক্তন বা রাস্তার কোনও স্টাইলিশ মহিলার হয় তো প্রশংসা করলেন প্রেমিকার কাছে। দেখবেন সেটাই ব্যাকফায়ার হয়ে যাবে। মাসের পর মাস কথা শুনতে হবে।
তাই নিজেকে নিরাপদ রাখার জন্য এ কাজ থেকে বিরত থাকুন।