11 July, 2024

BY- Aajtak Bangla

এই ট্রিকসে দিনভর ফ্যান চালিয়েও ৩৫ ওয়াট কম আসবে বিদ্যুৎ খরচ

তীব্র দাবদহে বেহাল দশা সাধারণ মানুষ। সারাদিন ফ্যান চালাতে বিকল হতে পারে বা বিল বেশি আসে। 

সাধারণত বাড়িতে সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান ও টেবিল ফ্যান ব্যবহার করেন অনেকে। এই ফ্যান চালানোর জন্য দরকার মোটরের।

দুই উপায়ে বিদ্যুৎ খরচ কমাতে পারেন। কম ওয়াটেই চলবে ফ্যান। কী সেই দুই কৌশল?

এই মোটরের উপর নির্ভর করে ফ্যান কতটা বিদ্যুৎ টানবে। টেবিল ফ্যানে বিদ্যুৎ খরচ ৫০ থেকে ৫৫ ওয়াট। 

সিলিং ফ্যানের ক্ষেত্রে বিদ্যুৎ খরচ ৭০ থেকে ৭৫ ওয়াট। পুরোনো সিলিং ফ্যান হলে আরও বেশি।  

স্ট্যান্ড ফ্যানের ক্ষেত্রে ৬৫ থেকে ১০০ ওয়াট।

তাই সিলিং ফ্যান খানিকক্ষণ বন্ধ রেখে টেবিল ফ্যান চালান। বিদ্যুৎ কম আসবে। এছাড়া দ্বিতীয় উপায় কী?

সিলিংফ্যান একমাত্র ভরসা হলে নতুন বিএলডিসি প্রযুক্তি ব্যবহার করুন। 

ডিসি মোটরের তুলনায় বিএলডিসি মোটর বিদ্যুৎ খরচ কমায়। সেটাও ৩৫ ওয়াট পর্যন্ত।

বিএলডিসি এলইডির মতনই কাজ করে। এই ধরনের ফ্যানের দাম বেশি। তবে খরচ কমায়।