13 MAY,2024

BY- Aajtak Bangla

চুলের এই ৪ সমস্যার সমাধান ডিম, খালি লাগিয়ে দেখুন এভাবে

ডিম প্রোটিনের সেরা উৎস হিসেবে বিবেচিত হয়। ডিমের ব্যবহার চুলকে অনেক সমস্যা থেকে রক্ষা করতে সাহায্য করে।

প্রোটিন, ভিটামিন A, B2, B5, B6, B12, D, E, ফোলেট, ফসফরাস সহ অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি ডিমে পাওয়া যায়। যা শরীরকে নানা সমস্যা থেকে রক্ষা করতে সহায়ক।

বর্তমান সময়ে চুল সংক্রান্ত সমস্যা অনেক বেশি দেখা যাচ্ছে। আপনিও যদি চুল পড়া এবং পাকা চুল নিয়ে সমস্যায় থাকেন, তাহলে রয়েছে  ঘরোয়া সমাধান।

আপনি অবশ্যই ডিম খান। কিন্তু চুলের যত্ন সংক্রান্ত ৪ সমস্যায় এই উপায়ে ডিম ব্যবহার করে চুলকে স্বাস্থ্যকর, ঝলমলে ও মজবুত করা যায়। তাই আর দেরি না করে জেনে নেওয়া যাক কীভাবে ডিম ব্যবহার করবেন।

চুলের বৃদ্ধির জন্য- চুল বাড়াতে চাইলে সপ্তাহে এক বা দুবার মাথার স্ক্যাল্পে  ডিম লাগাতে পারেন। এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করতে পারে।

চুলের ক্ষতি থেকে রক্ষা করে- গরমের মরশুমে  চুলের ক্ষতির সমস্যা বেড়ে যায়। ডিমের সাদা অংশে সামান্য অলিভ অয়েল বা নারকেল তেল মিশিয়ে চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারেন।

শুষ্ক চুলের জন্য- গরমে যদি আপনার চুলও শুষ্ক হয়ে যায়, তাহলে ক্যাস্টর অয়েলের সঙ্গে  ডিম মিশিয়ে লাগাতে পারেন, এটি আপনার চুলকে ময়েশ্চারাইজ করতে পারে।

খুশকির জন্য- খুশকি একটি বড় সমস্যা, গ্রীষ্ম হোক বা শীত, খুশকির সমস্যা সবসময়ই আমাদের বিরক্ত করে। ডিমের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলে ও মাথার স্ক্যাল্পে  লাগালে খুশকির সমস্যা এড়ানো যায়।