BY- Aajtak Bangla

ভয়ঙ্কর জেদ, লক্ষ্যে অটল থাকেন এই রাশির জাতকরা

9 MAY, 2025

জ্যোতিষ মতে রাশি এবং গ্রহ অনুযায়ী প্রত্যেকের স্বভাব ও প্রকৃতি আলাদা-আলাদা ধরণের হয়। 

প্রত্যেকের স্বভাব  আলাদা

জ্যোতিষে এমন কয়েকটি রাশির উল্লেখ রয়েছে, যাঁর জাতকরা নিজেদের লক্ষ্য পূরণ করে তবেই শান্ত হন।

লক্ষ্য পূরণ করে তবেই শান্ত

এই জাতকরা নিজের কেরিয়ারের প্রতিও অত্যন্ত সিরিয়াস হন। চট করে হাল ছাড়তে নারাজ এঁরা।

হাল ছাড়তে নারাজ

 এই রাশির জাতকরা নিজের লক্ষ্যের প্রতি অত্যন্ত আবেগপ্রবণ। জেদি স্বভাবের কারণে মেষ রাশির জাতকরা একবার কোনও লক্ষ্য নির্ধারণ করে ফেললে, তা পূর্ণ করেই থামেন।

মেষ

এঁদের এই স্বভাবই কেরিয়ারের জন্য অত্যন্ত সহায়ক হয়। সব স্থানে শীর্ষ স্থান দখল করার আকাঙ্খা থাকে এঁদের মধ্যে।

শীর্ষ স্থান দখল করা

জয় লাভের জেদ রয়েছে এই রাশির জাতকদের। এঁদের জন্য কোনও কাজই অসম্ভব নয়।

বৃশ্চিক

অকুতোভয় ও সাহসী হন এঁরা। ঝুঁকি নিতে ভয় পান না।

সাহসী

 এই রাশির জাতকরা সর্বাধিক উচ্চাকাঙ্খী। নিজের লক্ষ্য পূরণে সম্পূর্ণ শক্তি দিয়ে কাজ করেন এই রাশির জাতকরা।

মকর

যে কাজ হাতে নেন, তা পূরণ করে দম নেন মকর জাতকরা।

মকর