BY- Aajtak Bangla
v
06 September, 2024
সন্তানের ভালমন্দের সিদ্ধান্ত নেন অভিভাবকরা। কিন্তু সব সিদ্ধান্ত কি সঠিক?
সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে মা-বাবার সঙ্গে মতবিরোধ স্বাভাবিক। রেগে গিয়ে অনেক কথা বলে ফেলেন তাঁরা।
মা-বাবা ভুলে যান, তাঁদের কথাও সন্তানদের আত্মসম্মানে আঘাত করতে পারে।
মা-বাবার কথায় অভিমানে মন খারাপ হতে পারে সন্তানের। তাই সাবধান!
সন্তানদের ৪ কথা কখনও বলবেন না। তাঁদের সঙ্গে সম্পর্ক বিষিয়ে যাবে।
'আমি তোর মুখ দেখতে চাই না।' অবাধ্য সন্তানকে কখনও একথা বলবেন না।
'আমাদের জীবন নষ্ট করেছিস।' এটাও কখনও বলবেন না সন্তানকে। আমার সমস্যার জন্য দায়ী নয় সন্তান।
'তোর সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই।'এমনটা বলবেন না। সন্তানকে সিদ্ধান্ত নিতে দিন।
'তোর দ্বারা হবে না।' কখনও সন্তানকে নিরাশ করবেন না। ব্যর্থ হলেও উৎসাহ দিন। মন ভাঙবেন না।