8th March, 2025

BY- Aajtak Bangla

কীভাবে চিনবেন আসল সিল্ক? শাড়ি ব্যবসায়ীর দারুণ ৪ টিপস 

শাড়ি পরতে যাঁরা ভালোবাসেন তাঁরা জানেন সিল্ক শাড়ির কদর একেবারে অন্যরকম।

বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ের সাজেও কনে সিল্কের শাড়ি গায়ে জড়াতে পছন্দ করেন।

তবে সিল্কের শাড়ির মধ্যেও আছে আসল-নকল। এত খরচ যখন করছেনই, তখন শাড়ির গুণমানের দিকে অবশ্যই নজর দিন।

অনেক মহিলাই আসল সিল্ক না কিনে নকল শাড়ি কিনে ঠকেছেন।

সিল্কের দাম বেশি হওয়ায় বাজারে দেখতে পাওয়া যায় সিল্কের মতোই দেখতে সস্তার শাড়ি।

তাই সিল্ক শাড়ি চেনার ৪টে টিপস রইল।

শাড়িটি খাঁটি বেনারসি সিল্ক দিয়ে তৈরি হয়, তাহলে এর সুতার নকশা সর্বদা অনুভূমিক হবে। মাঝখানে কোথাও উলম্ব দিকের সুতা দেখতে পাবেন না।

মনে রাখবেন, সিল্ক যত হালকা হবে তা ততই নমনীয় ও সূক্ষ্ম হবে। যদি আংটির মধ্যে দিয়ে সিল্ক বেরিয়ে যায়, তবে বুঝবেন সেই সিল্ক আসল।

সিল্ক শাড়িগুলো আসল সিল্ক দিয়ে তৈরি, যার চকচকে কৃত্রিম সুতা থেকে একেবারেই আলাদা ও স্পর্শেও খুব নরম।

নানা রঙের সুতোর মিশেলে এই সিল্ক তৈরি হয়। বিভিন্ন দিক থেকে আলো পড়লে এই শাড়ির জমির রঙ দেখতে অন্য রকম লাগে।

যদি সিল্ক নকল হয় তা হলে আলোর সঙ্গে শাড়ির রং বদলাবে না। সাদাটে দেখতে লাগবে।