27 June, 2024

BY- Aajtak Bangla

এসি চালিয়েও বিল আসবে কম, বিদ্যুৎ দফতরের কর্মী দিলেন নিনজা ট্রিকস

গরম বাড়ছে। তীব্র গরমে স্বস্তি পেতে অনেকেই এসি চালান। 

বাড়তি বিদ্যুৎ বিলের ভয়ে অনেকে সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন। কারণ টাকা বেশি খসে। 

এসি ব্যবহার করলেও বাড়তি বিদ্যুৎ খরচ কমাবেন ৪ কৌশলেই। সেগুলি কী কী 

খুব বেশি কম তাপমাত্রায় রাখবেন না এসি। কম তাপমাত্রা রাখলে বিলও বেশি আসবে।

এসি ২৬ ডিগ্রিতে রাখলেই যথেষ্ট। এতে কম্প্রেসরে কম চাপ পড়বে।সাশ্রয় হবে।

এসি চালানোর পর টাইমার দিয়ে রাখুন। নইলে সারারাত এসি চলে। বিদ্যুতের খরচ বাড়ে। 

১ থেকে ২ ঘণ্টার টাইমার দিলে এসি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। বিদ্যুৎ সাশ্রয় হবে।

এসি চালানোর পর সিলিং ফ্যান চালিয়ে নিন। ঘর এতে দ্রুত ঠান্ডা হবে। 

এসি চালানোর পাশাপাশি সিলিং ফ্যানও চালান। পরে এসি বন্ধ করে দিন। রাতভর ঠান্ডা থাকবে ঘর। 

নিয়মিত সার্ভিসিং করান। এতে বরং বিদ্যুৎ বিল কমবে।