06 October, 2024

BY- Aajtak Bangla

বাড়িতে এই ৫ পশু-পাশি আসা শুভ, সৌভাগ্যের ইঙ্গিত

সনাতন ধর্মে মনে করা হয় যে ঈশ্বর প্রতিটি জীবের মধ্যে থাকেন। বিড়াল, কুকুরদের পুজোও করা হয়।

কিছু প্রাণীর গৃহে প্রবেশকে শুভ এবং কিছু প্রাণীর গৃহে প্রবেশ অশুভ বলে মনে করা হয়। 

চলুন জেনে নেওয়া যাক, কোন জীবের ঘরে আসা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয়।

টিয়া পাখি- বাড়ির চৌহদ্দিতে টিয়া বা চন্দনা এলে তা অত্যন্ত শুভ। কুবেরের আশীর্বাদ। তবে খাঁচায় রেখে ভুলেও কষ্ট দেবেন না।

কুকুর- আপনার বাড়িতে কি পাড়ার নেড়ি এসে ঘুরঘুর করে? এটা আপনার ও আপনার বাড়ির পজিটিভ এনার্জির গুণ। 

চড়ুই পাখির ঘন ঘন আসা বা বাসা বানানো সুখ ও শান্তির লক্ষণ। যে বাড়িতে পাখি বাসা বাঁধে, সেখানে শান্তির অভাব হয় না।

কচ্ছপ- পাড়ার পুকুরে কচ্ছপ থাকলে তা গোটা পাড়ার জন্য শুভ ইঙ্গিত।

পেঁচা- ঘরে লক্ষ্মী পেঁচা আসা খুব শুভ লক্ষণ। পেঁচা সৌভাগ্য ও সুখের ইঙ্গিতে দেয়। 

বাস্তু সাপ- বাড়ির চৌহদ্দির মধ্যে কোনও সাপ কখনও মারবেন না। প্রয়োজনে বনদফতরকে ফোন করুন। সাপ মারলে তা অত্যন্ত অশুভ।