10 March, 2025

BY- Aajtak Bangla

কুমার শানুর এই ৫ বাংলা গান শুনেছেন? আজও হিট!

বাংলা গানের জগতে কুমার শানুর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার সুরেলা কণ্ঠে মুগ্ধ হয়েছেন কয়েক প্রজন্মের শ্রোতা। আজও তাঁর গাওয়া গান মন ছুঁয়ে যায়। 

তোমার সুরে সুর বেঁধেছি এই গান প্রেমিক-প্রেমিকাদের জন্য যেন এক আবেগঘন উপহার। আজও ভালোবাসার মুহূর্তে এই গান বাজলে পুরনো স্মৃতিতে ফিরে যান অনেকেই।

তুমি আছ এত কাছে তাই প্রেমের গভীরতা বোঝাতে এই গান অতুলনীয়। কুমার শানুর মিষ্টি গায়কী এবং সুরের মাধুর্য আজও মনে দাগ কাটে।

তুমি এলেনা কেন এলেনা বিরহের ব্যথা বুঝতে হলে এই গান শুনতেই হবে। প্রেমে বিচ্ছেদের কষ্টকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন কুমার শানু।

ও চোখে আমার নব্বইয়ের দশকের অন্যতম সেরা প্রেমের গান এটি। আজও বাঙালির প্লেলিস্টে এই গান জায়গা করে নেয়।

কতদূর চলে এলাম প্রেম, বিচ্ছেদ ও জীবনযুদ্ধের এক অনবদ্য গান। গানটি শুনলেই যেন নস্টালজিয়া ফিরে আসে।

কুমার শানুর এই গানগুলোর জনপ্রিয়তা প্রমাণ করে, সুর ভালো হলে তা যুগ যুগ ধরে মানুষের মনে রয়ে যায়। আপনার প্রিয় গান কোনটি?