9 May, 2024

BY- Aajtak Bangla

বর্ষার আগেই বসান, ঝুড়ি ভরে ফুল দেবে এই গাছগুলি

BY- Aajtak Bangla

এমন বেশ কিছু গাছ রয়েছে, যাতে কোনওরকম বাড়তি যত্ন ছাড়াই প্রচুর ফুল ফুটবে। সামান্য কিছু নিয়ম মেনে চললেই ফুল হবে।  

ভাল মাটিতে গাছ বসান। নিজে মাটি তৈরি করতে না জানলে, নার্সারি থেকে কিনুন। এই সামান্য বিনিয়োগই আপনাকে অনেকটা এগিয়ে রাখবে৷

মাটির টবে গাছ বসান। প্লাস্টিকের টব এড়িয়ে চলুন। টবের তলায় যেন জল বের হওয়ার জায়গা থাকে। 

গাছের গোড়ায় যেন জল না জমে। টবে জল দেওয়ার ৪-৫ মিনিটের মধ্যেই যেন তলার গর্ত দিয়ে অতিরিক্ত জল বেরিয়ে আসে।  

জবা: ডাল কেটে বসিয়ে দিলেই হয়ে যাবে। প্রথমে গাছ বারবার ছেটে ঘন করবেন। তাতে ফুল বেশি হবে। বর্ষার জল পেলেই ফুলে ভরে যাবে।

 রঙ্গন: যত্ন ছাড়াই ফুল হবে। বিশেষত বর্ষাকালে বৃষ্টির জল পেলে গাছ ফুলে ঢেকে যাবে। ফুল হয়ে যাওয়ার পরেই গাছের ডগা ছেটে দেবেন। গাছ যত ঘন হবে, তত দেখতে ভাল লাগবে৷

কামিনী: বর্ষাকালে টবে এই ফুল দারুণ হয়। একটু ভাল মাটি হলেই হবে। সুগন্ধী সাদা ফুলে ভরে যায়। আর না, এর গন্ধে সাপ আসার বিষয়টা কুসংস্কার মাত্র।

মধুমালতী: বাড়িতে বারান্দার গ্রিলে জড়িয়ে দিন। একটু বাড়তে সময় লাগে। বর্ষায় ভরে ভরে ফুল হয়। দেখতে সুন্দর তো বটেই, ভীষণ সুগন্ধীও।

হেলিকোনিয়া: দারুণ সুন্দর দেখতে। বেশ অন্যরকম একটা ব্যাপার। মাঝারি রোদ ও প্রচুর জল লাগে। তবে গোড়ায় জল বসলে হবে না। গোড়া থেকে নতুন চারাও বের হয়। নার্সারিতে কমন।