10 JULY, 2024

BY- Aajtak Bangla

এই জন্য আপনার বাড়িতে উন্নতি হয় না

 প্রত্যেকে চান বাড়িতে সুখ-সমৃদ্ধি আসুক। আর্থিক বাধা দূর হোক। বাড়িতে শান্তি আসুক। 

তবে একাধিক ছোট্ট ছোট্ট ভুলের কারণে বাড়িতে শান্তি ফেরে না। অর্থনৈতিক সমস্যা লেগেই থাকে। 

এই ভুলগুলো খুব ছোটো ছোটো। আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে, তেমন গুরুত্বপূর্ণ নয়। তবে বাস্তুমতে এগুলোর খারাপ প্রভাব রয়েছে। 

তারমধ্যে অন্যতম হল বাড়ির প্রধান দরজার সামনে জুতো ছড়িয়ে ছিটিয়ে রাখা। জুতো কখনও যেমন তেমনভাবে রাখা উচিত নয়। দরজার বাইরে রাখলেও সুসজ্জিত রাখা উচিত। 

বিছানায় বসে খাবার খেলে শনিদেব খুব রুষ্ট হন। এটা এড়িয়ে চলা উচিত। এমনকী  কখনও খাবার থালায় হাত ধোওয়া উচিত নয়। 

শোওয়ার ঘরে ঠাকুরের ছবি বা মূর্তি রাখলে দেবতারা রুষ্ট হন। তাই শোওয়ার ঘরে মূর্তি বা ছবি রাখবেন না। 

বাস্তমতে, সন্ধের সময় বা সূর্যাস্তের পর বাড়িতে কখনও ঝাঁট দেওয়া উচিত নয়। 

আত্মীয়রা এলে কখনও রুষ্ট হবেন না। সামর্থ্য মতো তাদের সেবা যত্ন করুন। তাহলে নারায়ণ সন্তুষ্ট হন। 

কখনও বেলা পর্যন্ত ঘুমোবেন না। তাহলে বাড়ি থেকে মা লক্ষ্মী চলে যান। সেই বাড়িতে কোনওদিন অর্থনৈতিক