16 January, 2024
BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
কোনও বিশেষ জ্ঞান বা যত্ন ছাড়াই কিছু গাছে যে কেউ ফুল ফোটাতে পারেন। রইল সেই তালিকা। তার আগে কিছু বেসিক জিনিসও জেনে নিন।
ভাল মাটিতে গাছ বসান। নিজে মাটি তৈরি করতে না জানলে, নার্সারি থেকে কিনুন। এই সামান্য বিনিয়োগই আপনাকে অনেকটা এগিয়ে রাখবে৷
মাটির টবে গাছ বসান। প্লাস্টিকের টব এড়িয়ে চলুন। টবের তলায় যেন জল বের হওয়ার জায়গা থাকে।
গাছের গোড়ায় যেন জল না জমে। টবে জল দেওয়ার ৪-৫ মিনিটের মধ্যেই যেন তলার গর্ত দিয়ে অতিরিক্ত জল বেরিয়ে আসে।
জবা: ডাল কেটে বসিয়ে দিলেই হয়ে যাবে। প্রথমে গাছ বারবার ছেটে ঘন করবেন। তাতে ফুল বেশি হবে।
অ্যাডেনিয়াম; এই গাছের দাম একটু বেশি। এটি মরু গোলাপ নামেও পরিচিত। এই গাছের কড়া রোদ প্রয়োজন। আর গোড়ায় যেন কোনওভাবেই জল না বসে। জল জমলেই পচে যাবে।
বোগানডেলিয়া: সহজ ভাষায় যাকে কাগজ ফুল বলে। ছোট পাতার জাত দেখে নেবেন। হলুদ, ম্যাজেন্টা, লাল, সাদা ইত্যাদি রঙ নিতে পারেন। মাটি সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই জল দেবেন।
রঙ্গন: যত্ন ছাড়াই ফুল হবে। বিশেষত বর্ষাকালে বৃষ্টির জল পেলে গাছ ফুলে ঢেকে যাবে। ফুল হয়ে যাওয়ার পরেই গাছের ডগা ছেটে দেবেন। গাছ যত ঘন হবে, তত দেখতে ভাল লাগবে৷
টিকোমা: বাড়িতে অনেকটা জায়গা থাকলে এই গাছটি বসান। সুন্দর হলুদ রঙের ফুল হয়।