6 September, 2023

BY- Aajtak Bangla

v

কাঁচা হাতেও  ফুল ফুটবে এই ৫টি গাছে

কাঁচা হাতেও  ফুল ফুটবে এই ৫টি গাছে

এই ৫টি ফুল সহজেই পরিচর্যা করা যায়।  

রঙ্গন ফুল কম যত্নেই করা যায়। প্রায় সারাবছরই ফুল ফোটে। 

লতানে বেলফুলে ঢালাও ফুল ফোটে।  খালি নিয়মিত রোদ-জলটুকু প্রয়োজন।

শরতে প্রচুর ফুলের জন্য শিউলি গাছ করতে পারেন। তবে এর জন্য বেশ খানিকটা জায়গা, রোদ ও জল প্রয়োজন।

শীতে টবে বিভিন্ন ধরণের গাঁদা গাছ করতে পারেন। পর্যাপ্ত রোদ প্রয়োজন। সেই সঙ্গে মাটি যেন উর্বর হয়। জল না জমে।

অপরাজিতা গাছের  ফুল সহজেই ফোটে।  

 শীত আসছে। পুজোর পরপর কয়েকটি টবে পিটুনিয়ার চারা বসাতে পারেন।

বাড়িতে  সহজেই এই ৫টি ফুল গাছ বসিয়ে নিন। কম পরিচর্যাতেই ফুল ফুটবে।