27 September, 2023
BY- Aajtak Bangla
ঘরে একটি-দু'টি গাছ রাখলে সুন্দর দেখতে লাগে। তবে ইন্ডোর প্ল্যান্টের দাম শুনে অনেকে পিছিয়ে যান।
তবে খুব কম খরচে, সস্তাতেও গাছ করা যায়। কীভাবে?
আসলে বেশ কিছু গাছ আছে, যেগুলি ডাল কেটে পুঁতলেই গজিয়ে যাবে।
এই গাছগুলির যত্ন করাও সহজ। ভাল মাটি আর পর্যাপ্ত রোদ-জল হলেই হবে।
কোলিয়াস- একটি রঙচঙে কিছু চাইলে এই গাছ বসান। কম রোদেই ভাল হয়। ডাল কেটে বসালেই হবে।
মানি প্ল্যান্ট- এটিও ডাল কেটে বসালে হবে। ভাল মাটি নিয়ে টবে একসঙ্গে ৫-৬টি ডাল নিয়ে বসান।
সিঙ্গোনিয়াম- এটিও মানি প্ল্যান্টের মতো। ডাল কেটে বসিয়ে দিলেই গজিয়ে যাবে।
ক্রোটোন- এটিও ডাল কেটে বসালে হবে। তবে এই গাছে রঙ আসতে রোদে রাখতে হবে।
স্নেক প্ল্যান্ট- ঘরের কোনে রাখলে দেখতে সুন্দর লাগে। পাতার মতো অংশ কেটে বসালেই নতুন গাছ গজিয়ে যাবে।