14 March, 2025

BY- Aajtak Bangla

চুলের জট ছাড়াতে গিয়ে চোখে জল, ৫ নিনজা টিপস পার্লার দিদির

প্রতিবার চুলে ব্রাশ করার সময় চুলের জট ছাড়াতে গিয়ে গোছা গোছা চুল উঠে আসা একটি সাধারণ সমস্যা।

চুলে জট ও গিঁট পরলে তা ছাড়াতে গিয়ে নাজেহার হতে হয়ে মহিলাদের।

যাদের লম্বা চুল, তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও গুরুতর। ব্রাশ দিয়ে চুল ঠিক করতে গিয়ে অর্ধেক চুল ছিঁড়েই হাতে চলে আসে।

তবে এই ৫ ট্রিকসে সহজেই চুলের জট ছাড়াতে পারবেন।

চুলের জট ছাড়াতে তেল ব্যবহার করতে পারেন। শুকনো চুলে জট ছাড়াতে সমস্যা হয় কিন্তু চুলে তেল মেখে আঙুল দিয়ে ধীরে ধীরে জট ছাড়িয়ে নিতে পারবেন।

চুলের জট এড়াতে কন্ডিশনার ব্যবহার অনেকেই করেন। ভিজে চুলে কন্ডিশনার শুধুমাত্র চুলের ওপরের অংশে লাগাতে হবে। গোড়ায় ভুলেও লাগাবেন না কন্ডিশনার। লাগানোর পর চুল ভালো করে ধুয়ে ফেলা জরুরি।

চুলে জট থাকলে ভুলেও আগে গোড়া থেকে চুল আঁচড়াবেন না। ডগা থেকে অল্প অল্প করে চুল নিয়ে আঁচড়ে যান।

বলা হচ্ছে, চুলের জট ছাড়াতে আঙুলের চেয়ে ভালো আর কিছু নেই।  তবে জটের সমস্যা মাত্রাতিরিক্ত বেড়ে গেলে বড় দাঁড়ের চিরুনি ব্যবহার করতে পারেন।

রাতে শোওয়ার আগে চুলে বিনুনি করে শুলে চুলে জট পড়ে না। তেল মেখেও চুল বিনুনি করে রাখতে পারেন।

তবে ভুলেও ভেজা চুল আঁচড়াবেন না। এতে চুল ছিঁড়ে যেতে পারে।