09 March, 2025

BY- Aajtak Bangla

নিত্যপুজোর ফুল চাই? বড়িতে বসান এই ৫ গাছ

খুব বেশি সময় দিতে হবে না। খরচও কম।

অনেক বাগানপ্রেমীই চান এমন কিছু গাছের খোঁজ। আজ আপনাদের জন্য রইল এমনই কিছু গাছের হদিশ।

পর্যাপ্ত রোদ, জল, ভাল মাটি পেলে এই গাছগুলি নিজে থেকেই ফুলে ভরিয়ে দেবে।

বোগানভেলিয়া- সবার পরিচিত। বিভিন্ন রঙে পাবেন। প্রচুর ফুল হয়। বাগান আলো করে দেবে।

জবা- অতি সাধারণ মনে হতে পারে। তবে কম যত্নে ভাল ফুল দেয়।

দোপাটি- বর্ষায় প্রচুর ফুল দেয়। পুজোর ফুল নিয়ে আর চিন্তা করতে হবে না।

রঙ্গন- কম যত্নে ফুল চাইলে এটি সেরা গাছ। তবে কেনার সময়ে ভাল জাত দেখে নেবেন। রোদ, জল প্রয়োজন।

হেলিকোনিয়া- একটু অন্যরকম। কলাপাতার মতো লাগে। দারুণ সুন্দর ফুল হয়। যত্ন একেবারেই লাগে না।

পিটুনিয়া- শীতকালে সহজে ফুটবে, এমন ফুলগাছ চাইলে এটি বেছে নিন। দারুণ ফুল পাবেন।