16 April, 2024

BY- Aajtak Bangla

ঘর সাজান এই ৫ ইন্ডোর প্লান্টে, দাম কম, মেনটেন করাও সহজ

BY- Aajtak Bangla

একটি ইন্ডোর প্ল্যান্ট। আর তাতেই আপনার ঘরের ভোল পাল্টে যেতে পারে। ঘরের এক কোনে বা তাকে রাখবেন। ঘর সুন্দর হবে। 

 যাঁদের গাছ নিয়ে তেমন অভিজ্ঞতা নেই, তাঁদের ঠিক সাহস হয় না। শুরুতেই ধরে নেন যে গাছ বাঁচাতে পারবেন না। মরে যাবে।

তাছাড়া যত্ন করার জন্য অনেক সময় দিতে হবে বলেও ধরে নেন। তবে এতটা ভয় পাওয়ারও কিছু নেই। 

মোট ৫টি ইন্ডোর প্ল্যান্টের বিষয়ে জানতে পারবেন। প্রতিটিই বাঁচিয়ে রাখা খুব সহজ৷ যে কোনও স্থানীয় নার্সারিতে পেয়ে যাবেন। আবার ডালের কাটিং জোগাড় করতে পারলে, সেটি মাটিতে পুঁতে দিলেই হবে।

মানি প্ল্যান্ট- ডাল কেটে ভিজে মাটিকে পুঁতে দিন। তাতেই তড়তড়িয়ে গাছ গজিয়ে যাবে৷ সপ্তাহে ১-২ দিন জল দিলেই হবে।

এরিকা পাম- যে কোনও নার্সারিতেই এই গাছ পেয়ে যাবেন। দামও সাধ্যের মধ্যে। হালকা আলোয় রাখতে হবে। সপ্তাহে একদিন জল দিলেই যথেষ্ট। 

কোলিয়াস- এটিও বেশিরভাগ নার্সারিতে পেয়ে যাবেন। লাল, গোলাপি, কালচে মেরুন রঙে পাবেন। এছাড়া ডাল কেটে বসালেও কোলিয়াস গজিয়ে যায়৷ অল্প আলোয় রাখতে হবে। 

মনস্টেরা- লকডাউনের সময়ে ইন্ডোর প্ল্যান্টের জনপ্রিয়তা এক লাফে বৃদ্ধি পেয়েছিল। আর সেই সময়ে মনস্টেরা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। অনেকেই এই গাছ করেছেন।

রবার গাছ- আশি, নব্বইয়ের দশক থেকেই ইন্ডোর প্ল্যান্ট হিসাবে রাবার প্ল্যান্ট বেশ জনপ্রিয়। এই গাছটির একটু বেশি রোদ লাগে৷ তাই দক্ষিণের বারান্দায় রাখতে পারেন।