13 May, 2025

BY- Aajtak Bangla

খড়গপুর আইআইটি থেকে গুগলের CEO, জীবন বদলে দেওয়া ৫ টিপস

খড়গপুর আইআইটির ছোট্ট ঘর থেকে গুগলের সিইও, এখন বছরে কত আয় পিচাইয়ের? জীবন বদলে দেওয়া ৫ টিপস

সুন্দর পিচাই এখন গুগল ও অ্যালফাবেট ইনকর্পোরেটেড-এর সিইও।

2024 সালের হিসাবে তাঁর বার্ষিক আয় প্রায় ২৪০ মিলিয়ন ডলার (প্রায় ২ হাজার কোটি টাকার বেশি)। এই আয় বেতন, বোনাস ও স্টক বিকল্পের মাধ্যমে।

ছোট শহর থেকে বিশ্বমঞ্চে — "ভবিষ্যতের স্বপ্ন দেখতে শেখো"  সাধারণ পরিবারের ছেলে পিচাই সবসময় বড় স্বপ্ন দেখতেন।

শিক্ষাকে গুরুত্ব — "ভিত মজবুত হলে ভবিষ্যৎ টিকে থাকে" আইআইটি খড়গপুর থেকে মেটালার্জি ইঞ্জিনিয়ারিং পাশ করে স্কলারশিপে যুক্তরাষ্ট্রে যান।

নম্রতা ও শৃঙ্খলা — "নেতৃত্ব আসে আচরণে, না যেড়ে" সহকর্মীরা বলেন, সুন্দর পিচাই একজন অত্যন্ত নম্র ও শ্রদ্ধাশীল মানুষ।

সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা — "সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই সাফল্যের চাবিকাঠি" গুগল ক্রোম, গুগল ড্রাইভ, অ্যান্ড্রয়েড—সবই তাঁর দৃষ্টিভঙ্গির ফসল।

নিজেকে ছাড়িয়ে যাও — "নিজেকেই নিজের প্রতিদ্বন্দ্বী বানাও" পিচাই সবসময় নিজেকে উন্নত করার চেষ্টা করেন। প্রতিদিন শেখেন কিছু নতুন — এটা তাঁর জীবনের মন্ত্র।

সুন্দর পিচাই মনে করেন, সফলতা একা আসে না। সহকর্মীদের সম্মান দিয়ে এগোতে হয়।