13 AUG, 2023
BY- Aajtak Bangla
পুজোর জন্য হোক, বা বাগান সাজানো। একটু ফুল হলেই বাগান যেন আলো হয়ে যায়।
তবে সব গাছে ফুল করা সহজ নয়। তাই কম যত্নে, অনেক ফুল পেতে আপনাকে সঠিক গাছ বেছে নিতে হবে।
এক্ষেত্রে উল্লেখ্য, ভাল মাটি কিনুন এবং তাতেই গাছ বসান। গাছের গোড়ায় যেন জল না বসে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফুল গাছের জন্য পর্যাপ্ত রোদ প্রয়োজন। তাই রোদ না থাকলে ফুল গাছ না করাই শ্রেয়।
৫. অ্যাডেনিয়াম- মরু গোলাপ নামেও পরিচিত। কম জল দেবেন। মাঝে মাঝে সার। ফুলে ভরিয়ে দেবে।
৪. বোগানভেলিয়া- অত্যন্ত সুন্দর। সব নার্সারিতে পাবেন। যত ছাঁটবেন তত ঘন হবে এবং ফুল দেবে।
৩. জবা- বাড়ির পুজোর জন্য অবশ্যই একটি জবা গাছ রাখুন। সহজেই ফুল হবে।
২. রঙ্গন- পর্যাপ্ত রোদ ও জল পেলে এই গাছ ফুলে ভরে যাবে। যত ছাঁটবেন, তত বেশি ফুল হবে।
১. শিউলি- বাগানে অনেকটা জায়গা থাকলে শিউলি গাছ করতে পারেন। দুর্গাপুজোর মাসে ঝুড়ি ঝুড়ি ফুল পাবেন।