BY- Aajtak Bangla
18 April 2025
BY- Aajtak Bangla
অনেকেরই অ্যাকোয়ারিয়ামের শখ থাকে। কিন্তু মাছ বাঁচাতে পারেন না। কষ্টে শখ বাতিল করে দেন।
আসলে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ মাছকে গৃহসজ্জা হিসাবে কিনে আনেন। কিন্তু তারাও প্রাণী। ফলে তাদের ভাল রাখার জন্য নির্দিষ্ট পরিবেশ লাগে।
তাই অ্যাকোয়ারিয়ামে সঠিক পরিবেশ তৈরি করুন। এই বিষয়ে বিভিন্ন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া গ্রুপের সাহায্য নিতে পারেন।
মাছ কেনার আগে তার কতটা জায়গা প্রয়োজন, তা গুগল করে নিতে ভুলবেন না। এই হবিতে নতুন প্রবেশ করছেন, এমন মেছোদের জন্য রইল পাঁচটি মাছের সাজেশন।
ফাইটার: দোকানে শিশিতে বিক্রি হয়। কিন্তু আসলে এই মাছ ভাল রাখতে অন্তত ১ ফুটের একটি অ্যাকোয়ারিয়াম প্রয়োজন। তাতে জ্যান্ত গাছ দিতে পারলে খুবই ভাল। এদের একা রাখতে হয়।
মলি: এই মাছ রাখাও খুব সহজ। অন্তত ২ ফুটের অ্যাকোয়ারিয়ামে রাখবেন। পুরুষের থেকে স্ত্রী মাছ বেশি নেবেন। ব্রিডিংও করবে।
ক্রোকোডাইল: কাঁচ সাফ রাখতে সাহায্য করে। তবে এগুলি অনেক বড় হয়। তাই আড়াই ফুটের চেয়ে ছোট অ্যাকোয়ারিয়ামে রাখবেন না।
রেড আই টেট্রা: এদের একসঙ্গে অন্তত ৮টি রাখতে হয়। ঝাঁক বেঁধে ঘুরবে। অন্তত দুই-আড়াই ফুট লম্বা অ্যাকোয়ারিয়াম প্রয়োজন।
গৌরামি: এটিই গ্রামবাংলার সুপরিচিত খোলসে মাছ। এদের রাখা খুবই সহজ। তবে অতিরিক্ত খাবার দেবেন না।
এবার আসি কোন মাছ অভিজ্ঞতা ও বিশাল অ্যাকোয়ারিয়াম ছাড়া পুষবেন না, সেই প্রসঙ্গে। সেগুলি হল, গোল্ডফিশ, অ্যাঞ্জেল, শার্ক, ডিসকাস, অসকার, পিকক, সিকলিড ও যে কোনও বড় মাছ।