BY- Aajtak Bangla
26th August, 2024
টাকা জমাতে সবাই চান। কিন্তু অনেকে পারেন না। তারা উপার্জন করেন ঠিকই তবে টাকা তাদের জমে না।
তার কারণ বাড়িতে থাকা একটি জিনিস। বাড়িতে জলের কল থাকে সবার। তবে সেই জলের কল থেকে যদি অবিরাম জল পড়ে তাহলে তা অশুভ।
এই অবস্থায় অবশ্যই সেই কল ঠিক করা দরকার। তা না হলে বাড়িতে কোনওদিন টাকা জমবে না।
বাড়িতে ঘড়ি যদি বন্ধ হয়ে পড়ে থাকে তবে তা অবিলম্বে সারানো দরকার। না হলে টাকা জলের মতো খরচ হবে।
বাস্তু মতে বাথরুম সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। তবেই হাতে টাকা থাকবে।
ঘরের একদম সামনাসামনি কখনও ইলেকট্রিক খুঁটি বা গাছ লাগাবেন না। ঘরের দরজার সামনে এই জিনিসগুলো রাখা উচিত নয়।
রান্না ঘরের পাশে কখনও বাথরুম থাকা উচিত নয়। তাতেও নিজের ক্ষতি হয়।
জ্যোতিষ অনুসারে মানিব্যাগ বা পার্সে কোনও সময় দেবতার ছবি রাখতে নেই। ছবি বা মূর্তি রাখলে তা অশুভ।
পার্স নির্বাচন করাও জরুরি। সবুজ রঙের পার্স রাখলে টাকা থাকে, খরচ কম হয়।