28 March, 2025

BY- Aajtak Bangla

ঘরোয়া উপায়ে দূর হবে  ঘামের বিশ্রী দুর্গন্ধ, খরচ মাত্র ৫ টাকা

ঘামের দুর্গন্ধে গরমে টেঁকা দায়। কেউ কেউ বেশি ঘামেন। দুর্গন্ধও বেশি হয়।

ঘামের দুর্গন্ধ দূর করতে দারুণ কার্যকর ফিটকিরি। ফিটকিরিতে পটাশিয়াম অ্যালুমিনাম সালফেট রয়েছে। 

ফেসিয়াল করার পর বা দাড়ি কাটার পর ফিটকিরি মাখা হয়। এতে ত্বক টানটান থাকে। 

ফিটকিরিতে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে। যা ত্বককে দারুণ উপকার দেয়।

ফিটকিরিতে থাকে পটাশিয়ামও। ইংরেজিতে একে অ্যালুম বলে। এটি ত্বকের বন্ধু হিসেবে কাজ করে।

৫ টাকার একটি ফিটকিরি কিনে নিলে একমাস চলে যাবে।

অনেকেরই কিন্তু এই বর্ষাকালে বা গরমকালে বগল থেকে ভীষণ দুর্গন্ধ বেরোয়।

তাঁরা নিজেরাও এর জন্য বিব্রত হন, কিন্তু কিছু করার থাকে না তাঁদের।

ডিওডোরেন্ট মাখলেও তা ছাপিয়ে তাঁদের গা থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। 

তারা যদি বগলে ফিটকিরি ঘষতে থাকেন নিয়মিত, গন্ধ চিরতরে দূর হয়ে যেতে পারে।

ফিটকিরি জল দিয়ে ধুয়ে বগলে এবং শরীরে ভাঁজে যেখানে ঘাম হয়, মিনিট পাঁচেক ঘুরিয়ে ঘুরিয়ে ঘষুন। আপনার ঘামের গন্ধ দূর হবে।