7 SEPTEMBER, 2024

BY- Aajtak Bangla

মেয়েকে সুরক্ষিত রাখতে চান, ছোট থাকতেই এই ৫ বিষয়ে বলে রাখুন

আজকের পরিবেশে যেসব বাবা-মায়ের মেয়ে আছে তারা খুব চিন্তায় রয়েছেন। স্কুল-কলেজ থেকে এমনকি বাড়ির পরিবেশও এখন আর নিরাপদ নয়।

অনেক সময় নিজের আত্মীয়-স্বজন ও পরিচিতরা বাচ্চাদের সঙ্গে অন্যায় করে, ভয়ে বিষয়টি মেয়েরা কাউকে বলে না।

 আপনি যদি আপনার মেয়েকে যেকোনো ধরনের মানসিক ও যৌন হয়রানি থেকে রক্ষা করতে চান, তাহলে অবশ্যই তাকে এই ৫ জিনিস শেখান। যার কারণে সে সারাজীবন নিরাপদ থাকবে।

শৈশব থেকেই আপনার মেয়েকে আত্মরক্ষার ক্লাস দিন। জুডো, কারাটে, মার্শাল আর্টের মতো যেকোনো ক্লাসে ভর্তি করতে ভুলবেন না। যাতে বিপদের সময় সে অন্তত নিজেকে রক্ষা করতে পারে। এতে মেয়ে শুধু শারীরিকভাবে শক্তিশালী হবে না, মানসিকভাবেও তার আত্মবিশ্বাস বাড়বে।

আপনার সন্তানকে না বলতে শেখান। শিক্ষক, আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধব, কেউ যদি তাকে স্পর্শ করে এবং বাচ্চাটির খারাপ লাগে তবে কঠোরভাবে  না বলতে বলুন এবং অবশ্যই বাড়িতে বাবা-মাকে এ সম্পর্কে জানাতে বলবেন।

নিজের সম্মানের কথা বলুন। তাকে সর্বদা আত্মসম্মান বজায় রাখতে শেখান। কেউ যদি খারাপ কথা বলে বা এমন কিছু করে যা সে পছন্দ করছে না, সঙ্গে সঙ্গে তাকে বাধা দিতে বলবেন এবং বাড়িতে বাবা-মাকে বিষয়টি জানায় যেন।

 মেয়েটিকে মানসিকভাবে শক্তিশালী করুন। জীবনের কোনো ঘটনা যেন তার হৃদয় ও মনকে প্রভাবিত না করে। যে কোনো সমস্যায় ভয়ে না পেয়ে এর মোকাবিলা করতে হবে।আপনার মেয়ের মনে এই ধরনের চিন্তা জাগিয়ে তুলুন। 

সাবধান থাকতে শেখান। ঘরের বাইরে যাওয়ার সময় সব সময় সতর্ক থাকতে হবে। প্রযুক্তির সাহায্য নিন এবং সন্তানকে লাইভ লোকেশন শেয়ার করতে বলুন। যাতে সে আপনার সঙ্গে  যোগাযোগ রাখে  এবং আপনি প্রয়োজনে তাকে সাহায্য করতে পারেন।