BY- Aajtak Bangla

বেয়াদপ সন্তান পথে আসবে, মা-বাবাদের জন্য রইল ৫ টিপস

5th March, 2025

সন্তানকে বড় করে তোলা সহজ কাজ নয়। বাবা-মাকে প্রতি মুহূর্ত নতুন-নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।

তার মধ্যে বাচ্চা যদি অবাধ্য হয়, কোনও কথা শুনতে না চায়, তখন কী করবেন?

অনেক ক্ষেত্রেই দেখা যায়, বাচ্চা খুব জেদি। কারও কথা কানে নেয় না। এই কারণে মারধর করে ফেলেন সন্তানকে।

সন্তান যদি খুব অবাধ্য হয়, সেক্ষেত্রে কী করবেন আসুন জেনে নিন।

বাচ্চা দুষ্টুমি করলেই চিৎকার-চেঁচামিচি করবেন না। তাকে চেঁচিয়ে নির্দেশ দেওয়ার বদলে শান্ত ভাবে কথা বলুন। শাসন মানেই চেঁচামিচি বা ভয় দেখানো নয়। এতে তারা আরও বেশি অবাধ্য হয়ে যায়।

বাচ্চা মানেই সে ছটফট করবে, চঞ্চল হবে। তার মনোযোগ বাড়ানোর কাজটা আপনাকে করতে হবে। ছোট ছোট খেলা, বিশেষত মাইন্ড গেমের মাধ্যমে আপনাকে সন্তানের মনোযোগ বাড়াতে হবে। এতে বাচ্চার মধ্যে ধৈর্যও বাড়বে।

বাচ্চা যে কাজই করতে চাইবে, তাতে সব সময় ‘না’ বলবে না। বাচ্চাকে স্বাধীনতা দিন। নিজের পছন্দের খেলা খেলার জন্য, বই পড়ার জন্য স্বাধীনতা দিন। বাচ্চার সিদ্ধান্তকেও প্রাধান্য দিন।

মারধর করার বদলে বাচ্চাকে শান্ত ভাবে বোঝান। সে কী ভুল করছে তা বোঝান।

আজকাল বেশিরভাগ বাচ্চার জীবনে ঢুকে পড়েছে মোবাইল, ল্যাপটপ। এই ‘স্ক্রিন টাইম’ কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকর। চেষ্টা করুন যতটা সম্ভব মোবাইল থেকে বাচ্চাকে দূরে রাখতে।