23 April,, 2024
BY- Aajtak Bangla
সঠিক সময়ে উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণ না করলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
কোলেস্টেরল সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। ভালো কোলেস্টেরল ও খারাপ কোলেস্টেরল।
ভালো কোলেস্টেরল আমাদের শরীরের উপকার করে ও খারাপ কোলেস্টেরল আমাদের শরীরের ক্ষতি করে।
শরীরে খারাপ কোলেস্টেরল রক্তে বাড়তে শুরু করলে উরু, নিতম্বের মাংসপেশিতে ব্যথা শুরু হয়। এর সঙ্গে খিচুনি আরম্ভ হতে শুরু করে।
এছাড়াও ধমনীতে রক্ত চলাচল ব্লক হয়ে যায় ফলে হৃৎপিন্ডে রক্ত পৌঁছায় না। এবং উচ্চ কোলেস্টেরল রক্ত সঞ্চালনকে ব্যাপকভাবে প্রভাবিত করে।
রক্তে উচ্চ কোলেস্টেরলের সমস্যা বাড়লে শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে।
ফলে শরীরের নানা জায়গায় ব্যথা শুরু হয়। একে পেরিফেনাল আর্টারি ডিজিজ বলে।
উচ্চে কোলেস্টেরল হলে পায়ের তলায় ব্যাথা, অসাড়তা, নখ হলুদ হয়ে যাওয়া, পায়ের আঙুল ফুলে যাওয়া ও পায়ের ত্বকের রঙ পরিবর্তন হওয়া প্রভৃতি লক্ষণ গুলি দেখা যায়।