12 February, 2025

BY- Aajtak Bangla

বাড়ির বিড়ালটা আপনাকে কি ভালোবাসে? পোষ্যর এই ইঙ্গিতে বুঝুন

মানুষের মতোই রাগ-অভিমান প্রকাশ করে বেড়াল। 

৩০০ ধরনের মুখের আকৃতি করে আবেগ প্রকাশ করে।

২৬ ভাবে মুখও নাড়াতে পারে বিড়াল।

কানের ঝাঁকুনি, চোখ পিটপিট করা, নাক চাটা, নাক-মুখ কুঁচকে ভাব প্রকাশ করতে পারে বিড়াল।

বিড়াল কান চ্যাপটা করে ও পিঠের লোম কুঁকড়ে নিজেকে অখুশি বোঝায়।

অপছন্দের কোনো বিড়াল সামনে এলে নিজের কান সরিয়ে নেয়।

প্রতিকূল পরিবেশে চোখ ছোট করে ফেলে আর কান চ্যাপটা করে শোনার চেষ্টা করে বিড়াল।

চোখ ও গোঁফ ফুলিয়ে যাওয়া মানে বিড়াল রেগে গিয়েছে।

বিড়াল পায়ে পায়ে ঘোরা মানে সে খুশি। আদর খেতে চাইছে।

বিড়াল ভাল মুডে থাকলে চোখ পিট পিট করে।