BY- Aajtak Bangla
20 March, 2025
আমাকে আমার মতো থাকতে দাও (অটোগ্রাফ) অনুপম রায়ের অন্যতম জনপ্রিয় গান এটি। মনখারাপের মুহূর্তে এই গান শুনলে চোখ ভিজে যেতে বাধ্য।
বড়ো হবার স্বপ্ন (চতুষ্কোণ) বড়ো হওয়ার তাগিদে ছোট ছোট স্বপ্ন হারিয়ে যাওয়ার যন্ত্রণা এই গানে উঠে এসেছে। গানের লিরিকস আর অনুপমের কণ্ঠ মন ছুঁয়ে যায়।
একবার বল (বাইশে শ্রাবণ) একতরফা ভালোবাসার ব্যথা, বিচ্ছেদের হাহাকার এই গানে গভীরভাবে ফুটে উঠেছে। গানের সুর আর অনুপমের আবেগী কণ্ঠ আপনাকে নাড়া দেবে।
বেকার মন (প্রেম আমার ২) ভালোবাসার দীর্ঘশ্বাস, হতাশা আর একাকিত্বের কথা বলে এই গান। একাকী সন্ধ্যায় শুনলে মনে হবে যেন নিজের অনুভূতিই গান হয়ে বাজছে।
জানি দেখা হবে (পোস্টার) দূরত্বের প্রেম, অভিমান আর অপেক্ষার গল্প এই গানে সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। প্রিয়জনের অনুপস্থিতি অনুভব করতেই গানটি হৃদয়ে গভীর দাগ কাটে।
এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়।
তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাস, তার জীবনে ঝড়।
আমি সেই মানুষটা আর নেই।