14 August, 2024

BY- Aajtak Bangla

এই ৫টি খাবারেই শক্তিশালী হয় ব্রেন, বাড়ে রোগ প্রতিরোধ শক্তিও

সুষম, সঠিক খাদ্যাভ্য়াস কারও স্বাস্থ্যের মূল ভিত্তি।

আজ ৫টি এমন সুপারফুডের বিষয়ে জানতে পারবেন, যেগুলি দীর্ঘ মেয়াদে আপনার স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।

অঙ্কুরিত ছোলা- এতে উপকারী ভিটামিন ও ফাইবার ভরপুর।

দামও সাধ্যের মধ্যে। তাই স্ন্যাক্স হিসাবে লেবু নুন দিয়ে মেখে অঙ্কুরিত ছোলা খেতে পারেন।

নিমপাতা- সপ্তাহে ৩ দিন কাঁচা নিমপাতা চিবিয়ে খেতে পারেন। উপকার পাবেন।

নিমপাতা নিয়মিত খেলে তা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।

আমন্ড- ব্রেনের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। 

তবে আমন্ড সারারাত জলে ভিজিয়ে রেখে খাবেন। এতে পুষ্টিগুণ সঠিকভাবে শোষিত হবে।

চকোলেট- ডার্ক চকোলেট অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। রোজ এক টুকরো খেতেই পারেন।