24 Feb, 2025
BY- Aajtak Bangla
বিয়ে শুধু দুটি মানুষের সম্পর্ক নয়; এটি দুটি পরিবারের সম্পর্কেরও বন্ধন। তবে সফল ও সুখী দাম্পত্য জীবনের জন্য মানসিক, শারীরিক এবং মানসিক স্তরে সমঝোতা থাকা খুব গুরুত্বপূর্ণ।
দুই ব্যক্তির মানসিকতা যদি একে অপরের থেকে অনেকটাই আলাদা হয়, তবে ছোট বিষয়েও ভুল বোঝাবুঝি হতে পারে। শাস্ত্র মতে, মানসিকতার মিল না থাকলে সম্পর্কের স্থায়িত্ব নষ্ট হয়।
জীবনে কে কীভাবে এগোতে চায়, তা গুরুত্বপূর্ণ। একজন যদি খুব উচ্চাকাঙ্ক্ষী হয় আর অন্যজন সহজ-সরল জীবন চায়, তবে তা ভবিষ্যতে সংঘাতের কারণ হতে পারে।
বিয়ের পর অর্থের ব্যবহার নিয়ে ভিন্ন মত থাকলে তা দাম্পত্য জীবনে অশান্তি আনে। তাই শাস্ত্রেও বলা হয়েছে, আয়ের সঙ্গে ব্যয়ের পরিকল্পনায় মতের মিল থাকা প্রয়োজন।
যদি এক ব্যক্তি আধ্যাত্মিকতায় বিশ্বাসী হয় এবং অন্যজন একেবারে না হয়, তবে পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে ছোটখাটো বিষয়ে মতবিরোধ বাড়তে পারে।
পরিবারকে ঘিরে মূল্যবোধের ক্ষেত্রে ভিন্নতা থাকলে বিয়ের পরে সমস্যা দেখা দেয়। শাস্ত্র বলে, পরিবারের প্রতি দায়িত্ব ও শ্রদ্ধার বিষয়ে মিল থাকা আবশ্যক।
বাচ্চা নেওয়া, ঘর কেনা, ভ্রমণ বা পেশাগত লক্ষ্য নিয়ে মিল না থাকলে তা ভবিষ্যতে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে।
বিয়ে মানেই দায়িত্ব, ভালোবাসা এবং পারস্পরিক সমঝোতার বন্ধন। সম্পর্ক সুখী রাখতে শাস্ত্রের এই পরামর্শগুলো মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।
দোষ-গুণ মিলিয়েই মানুষ। সুখী দম্পতি একে অন্যের ভালো দিকগুলোকেই প্রাধান্য দেন, ভালো দিকগুলোর প্রশংসাও করেন সচেতনভাবে।