BY- Aajtak Bangla

প্রতিটি স্ত্রীর মা দুর্গার থেকে এই ৫ জিনিস শেখা উচিত, জীবনে ঠকবেন না 

14 APRIL, 2024

দেবী দুর্গাকে আমরা শক্তির জন্য আরাধনা করে থাকি। কিন্তু দেবী দুর্গার থেকে মহিলাদের অনেক কিছুর শেখার আছে।

জেনে নিন, কী কী শেখার আছে দেবী দুর্গার থেকে-

দেবী দুর্গা যেমন এক হাতে শ্ত্রুদের ধ্বংস করে তেমনি তিনি স্নেহশীল তার পরিবারের প্রতি।

একজন নারীর অন্যতম মানসিক শক্তি হল তাঁর ভালোবাসা। তাই নারীকে স্নেহশীল হতে হবে।

একজন নারী একজন পুরুষের তুলনায় অনেক বেশি দয়া ও স্নেহশীল হয়ে থাকেন। তাই একজন নারীর দয়াশীল হয়ে ওঠা দেবীর থেকে শেখা উচিত।

দেবী দুর্গা নির্ভীকভাবে শ্ত্রুদের দমন করেছিলেন। তাই কোনও কিছুকে ভয় না করে কীভাবে এগিয়ে যেতে হবে তা নারীদের দেবী দুর্গার থেকে শেখা উচিত।

সব সময় অন্যকে সন্মান করা উচিত এ কথা আমরা সকলেই জানি। কিন্তু তাই বলে কখনই নিজের আত্মসন্মান বিসর্জন দিয়ে নয়।

তাই সবসময় নিজের আত্মসন্মানের কথা মাথায় রাখুন।

জীবনে এগিয়ে যাওয়ার জন্য ও লড়াই করার জন্য প্রয়োজন ধৈর্য্য। তাই দেবীর থেকে আমাদের শেখা উচিত কীভাবে ধৈর্য্য বাড়াতে হবে।