21 OCTOBER, 2024
BY- Aajtak Bangla
স্বামী-স্ত্রীর সম্পর্ক খুবই বিশেষ। এই সম্পর্কের বন্ধন দৃঢ় এবং দীর্ঘ। কিন্তু, অনেক সময় অজান্তেই মানুষ নিজের সম্পর্কের বন্ধনকে দুর্বল করে ফেলে, যার কারণে সম্পর্কের মধ্যে ফাটল ধরতে সময় লাগে না।
অনেক সময় দেখা যায় স্বামী ভালবেসে, ঠাট্টা করে বা মাঝে মাঝে রাগ করে স্ত্রীকে এমন কিছু বলে যা তার হৃদয়ে আঘাত করে। যদিও স্বামী এসবের গভীরতা এবং এতে যে যন্ত্রণা হয় তা অনুধাবন না করলেও স্ত্রীর হৃদয়ে আঘাত দেয়।
এমন পরিস্থিতিতে জেনে নিন সেই সব কথা কী যা স্বামীর স্ত্রীকে বলা এড়িয়ে চলা উচিত।
অনেক সময় স্ত্রীকে জ্বালাতন বা উত্যক্ত করার জন্য স্বামীরা কোনো নারীকে তার চেয়ে ভালো, বেশি সুন্দরী বা বুদ্ধিমান বলে থাকেন। স্বামীর এই কথায় স্ত্রী নিজেকে সর্বদা নিকৃষ্ট মনে করতে শুরু করে এবং অনুভব করতে শুরু করে যে আপনি অন্য কাউকে পছন্দ করেন।
স্বামী যদি সারাক্ষণ তার স্ত্রীকে তার মায়ের সঙ্গে তুলনা করা শুরু করে তবে তা অবশ্যই স্ত্রীর জন্য সমস্যা সৃষ্টি করে। এই তুলনা তার আত্মবিশ্বাস কমাতে শুরু করে এবং স্ত্রীও এতে বিরক্ত বোধ করে।
ঝগড়া হলে অনেক সময় স্বামী স্ত্রীর পরিবারকে কটূক্তি করতে থাকে। তোমার মা এমন, ভাই এরকম করে এসব কথা স্ত্রীর হৃদয়ে আঘাত করে। স্বামী-স্ত্রীর ঝগড়া মিটে যায় কিন্তু এসব কটূক্তি স্ত্রীর মনে থাকে চিরকাল।
একজন মহিলাকে তার জীবনে অনেক হরমোনের পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। তার স্বামীকে এই বিষয়গুলো বুঝতে হবে। কিন্তু, স্বামী যদি তার শরীর নিয়ে ঠাট্টা করে, তাহলে স্ত্রীর সম্পূর্ণ আত্মবিশ্বাস ভেঙে যায়।
অনেক সময় স্বামী-স্ত্রী একে অপরের সঙ্গে প্রতিদিনের ছোটখাটো বিষয় নিয়ে কথা বলেন, কিন্তু স্ত্রী একসঙ্গে বসে কথা বলতে বললে স্বামী সরাসরি বলে যে এখন আমার কথা বলার কিছু নেই বা সময় নেই। এই ধরনের জিনিস সম্পর্কের মধ্যে স্থায়ী ফাটল তৈরি করে।