17 AUGUST,  2024

BY- Aajtak Bangla

বিবাহিত জীবনের প্রতিটি দিন  হবে মধুর, স্বামী-স্ত্রী মেনে চলুন এই টিপস

সুখ, শান্তি ও রোমান্স ভরপুর দাম্পত্য জীবন সকলেরই কাম্য।

প্রতিটি নারী ও পুরুষ বিয়ের বন্ধনে আবদ্ধ হন সুখী হবার স্বপ্ন নিয়ে।

কিন্তু সামান্য ঘটনা থেকেও তৈরি হতে পারে ভুল বোঝাবুঝি।

জেনে নিন, কী করে অশান্তি এড়িয়ে বিবাহিত জীবনে দু’‌জনে এক সঙ্গে সুখে পথ হাঁটতে পারবেন-

ঘনঘন দামি উপহার দেবেন না। অনেক সময়েই স্বামী এবং স্ত্রীর রোজগার সমান হয় না। আপনি সঙ্গী বা সঙ্গিনীকে বারবার দামী উপহার দিলে তিনিও যে সমমূল্যের দামী উপহার দিতে পারবেন, তার কোনো মানে নেই। এক্ষেত্রে অনেক সময়েই ভুল বোঝাবুঝি তৈরি হয়।

কোনও সমস্যায় পড়লে আপনিই যে তার একমাত্র অবলম্বন সেটা বোঝানো বন্ধ করুন। তাহলে তার স্বাবলম্বী মনোভাব নষ্ট হতে পারে।

এক সঙ্গে কোথাও যাওয়ার হলে, বারবার দেরি করার অভ্যাস ছাড়ুন। এতে তিক্ততা তৈরি হয়।

নিতান্ত প্রয়োজন না হলে আপনার সঙ্গী বা সঙ্গিনীর জন্য নিজের পেশা–জীবনের কোনো ক্ষতি করবেন না। এতে আপনার আত্মমর্যাদা ক্ষুন্ন হতে পারে।

 স্বভাব বা সাজগোজ যাই হোক না কেন জোর করে কিছু পাল্টে ফেলার চেষ্টা করবেন না। মনে রাখবেন, আরোপিত কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়। ‌‌‌