BY- Aajtak Bangla

বিয়ের বেনারসী কিনে ঠকবেন না, মাথায় রাখুন ৫ টিপস

26 April, 2025

বাঙালি বিয়ের ঐতিহ্যে নববধূর পরনে বেনারসী থাকবে না তা কী করে হয়।

বিয়ের দিন বাঙালি বধূদের মধ্যে এখনও বেনারসীর চাহিদা সবার প্রথমে।

তবে বেনারসী কেনার সময় কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, নয়তো মোটা টাকা দিয়ে কিনেও মাথা চাপড়াতে হবে।

তাই বেনারসী কেনার আগে এই ৫ টিপস মাথায় রাখুন।

প্রথমেই বাজেট ঠিক করুন। কারণ শাড়ির নকশা, জরির ধরন এবং কাপড়ের মানের ওপর শাড়ির দাম নির্ভর করে। তাই বেনারসী কেনার আগে একটা বাজেট ঠিক করে নিলে,পরে কোনও সমস্যায় পড়তে হবে না।

কাতান, কোরা, জর্জেট, তানচোই কোন ধরনের বেনারসী কিনবেন তা ঠিক করে নিন। তবে কেনার আগে কোনটা আপনাকে মানাবে তা দেখে নিন।

গরমের সময় একটু হালকা বেনারসী কেনাই ভাল। তবে শীতের মরশুমে ভারী বেনারসী কেনাই উত্তম।

লাল ছাড়াও বিয়ের জন্য অন্য রঙের বেনারসী কিনতেই পারেন। এখন অনেক সুন্দর সুন্দর রঙ বাজারে চলে এসেছে। যেটা বিয়ের পরও অন্য অনুষ্ঠানে পরতে পারেন।

নিজের শারীরিক গঠন অনুযায়ী বেনারসী কেনা উচিত। আপনার শারীরিক গড়ন যদি লম্বা ও ছিপছিপে হয়, তা হলে ভারী কাজের চওড়া পারের শাড়ি পরতে পারেন।

কিন্তু আপনার উচ্চতা যদি তুলনামূলক ভাবে কম হয় বা আপনার চেহারা যদি একটু ভারী হয়, তাহলে সরু পাড়ের হালকা নকশার শাড়ি কিনলেই আপনাকে বেশি মানাবে।