BY- Aajtak Bangla

পড়ায় মন বসে না? এই ৫ টিপসে ফার্স্ট হবে আপনার সন্তান 

25 JULY, 2024

ছোটদের মধ্যে অনেকেই বেশির ভাগই স্কুলে যেতে লজ্জা পায় বা তাদের পড়ালেখা ভালো লাগে না। এর অনেক কারণ থাকতে পারে।

সন্তানের উপর পড়াশোনার জন্য খুব বেশি চাপ দেওয়া হলে সে পড়াশোনা থেকে পালিয়ে যেতে শুরু করে। বারবার অন্যদের সঙ্গে তুলনা করলেও এই সমস্যা বাড়তে পারে।

শিশুকে খেলাধুলো কম করতে দেওয়া এবং বারেবারে পড়ালেখা করতে বলাও শিশুকে বই থেকে বিমুখ করে। 

তবে এই ৫ টিপস আপনার শিশুকে পড়াশোনায় আগ্রহী হতে শুরু করবে। সে বিনা দ্বিধায় স্কুলে যেতে চাইবে।

সন্তানকে নিজের গতিতে শিখতে দিন। ধৈর্য ধরুন এবং তাকে ভালবাসার সঙ্গে পড়তে শেখান।

বাড়িতে পড়ার পরিবেশ ঠিক রাখুন বজায় রাখুন এবং নিজে বই পড়ুন। পড়াশুনার সময়, সন্তানকে সাহায্য করুন। বকাঝকা না করে ভালবাসার সঙ্গে বোঝান।

সন্তানের লক্ষ্য নির্ধারণ করুন। তার আগ্রহের কথাও মাথায় রাখুন। যদি সে কিছু শিখতে না চায়, তাহলে কয়েকদিনের জন্য ছেড়ে দিয়ে আবার চেষ্টা করুন।

সন্তান কিছু শিখলে তা সেলিব্রেট করুন। এতে আপনার সন্তান অন্য জিনিস শিখতে উৎসাহিত হবে। সন্তানের শেখার এই চেষ্টার প্রশংসা করুন।

সন্তানের কথা মন দিয়ে শুনুন। তাকে নিজের সিদ্ধান্ত নিতে দিন।