20 May, 2025
BY- Aajtak Bangla
গরমকালে ঘাম, ধুলো এবং ডিওডোরেন্ট ব্যবহারে বগলের কালচে দাগ দূর করে ঝকঝকে বগল পাওয়ার ঘরোয়া টোটকা
ভিটামিন E-তে ভরপুর নারকেল তেল প্রতিদিন বগলে ১০ মিনিট করে ম্যাসাজ করুন। ধীরে ধীরে ফর্সা হবে।
প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট লেবুর রস কালো দাগ দূর করে। তবে লাগানোর পর ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন, পরে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
বেসন, কাঁচা দুধ ও এক চিমটে হলুদ মিশিয়ে পেস্ট বানিয়ে লাগান। শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলুন। স্কিন এক্সফোলিয়েট ও ব্রাইট করে।
বেকিং সোডা ও পানি মিশিয়ে ঘষে ব্যবহার করলে মৃত কোষ দূর হয় এবং বগল ফর্সা হয়।
মধু ও লেবুর মিশ্রণ বগলে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এটি প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে।
শসার রস বগলের কালচে ভাব কমাতে সাহায্য করে। রোজ ব্যবহার করুন।
অতিরিক্ত পারফিউম বা অ্যালকোহলযুক্ত ডিও স্কিন কালো করে। ব্যবহার কমান বা প্রাকৃতিক ডিও বেছে নিন।
অ্যালোভেরা ত্বক ঠান্ডা রাখে ও হালকা করে। রাতে ঘুমানোর আগে লাগিয়ে নিন।
বগলের কালচে দাগের অন্যতম কারণ অতিরিক্ত ঘাম। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন ও সুতির পোশাক পরুন।