29 JULY, 2023
BY- Aajtak Bangla
হোয়াটসঅ্যাপের এই ৫ অজানা সেটিংস জানলে লাইফ মাখন
১। নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির কাছ থেকে নিজের প্রোফাইল পিকচার লুকিয়ে রাখুন।
ওপেন সেটিংস > প্রাইভেসি > প্রোফাইল ফটো > মাই কন্টাক্ট একসেপ্ট.... সেই নির্দিষ্ট ব্যক্তিদের বাছাই করুন।
২। নির্দিষ্ট কোনও দিনের চ্যাট পড়তে চাইলে জাম্প টু ডেট ফিচার ব্যবহার করুন।
চ্যাট বক্সে যান > সার্চ আইকনে ক্লিক করুন > তারপর ক্যালেন্ডার আইকন ক্লিক করুন। নির্দিষ্ট দিনের ডেট সেট করুন।
৩। কে সেই ব্যক্তি যার সঙ্গে আপনি সব থেকে বেশি কথা বলেন ? জেনে নিন
সেটিংস > স্টোরেজ অ্যান্ড ডেটা > ম্যানেজ স্টোরেজ। একদম নীচেই থাকবে তথ্য।
৪। ছুটি কাটাচ্ছেন ? ছুটির দিনে সমস্ত গ্রুপ চ্যাট মিউট করে দিতে পারেন।
গ্রুপ চ্যাটে যান > নামে ট্যাপ করুন > গ্রুপ ইনফোতে যান > মিউট করে দিন (৮ ঘণ্টা, ১ সপ্তাহ অথবা ১ বছরের জন্য)
৫। মিডিয়ায় উপস্থিত সমস্ত ছবি ও অন্যান্য জিনিস ডিলিট করতে পারেন চ্যাট না উড়িয়ে।
সেটিংস > স্টোরেজ অ্যান্ড ডেটা > ম্যানেজ স্টোরেজ। সিলেক্ট কন্টাক্ট, কী ডিলিট করতে চান, বেছে নিন।
Related Stories
কনকনে ঠান্ডাতে স্লিভলেস কীকরে পরেন মহিলারা? জানলে অবাক হবেন
একরাত ভিজিয়েই ছোলায় বেরোবে কল, শুধু টেকনিকটা শিখে নিন
পরোটা খাস্তা ও সুস্বাদু করতে দিন এই সাদা জিনিস
বাজারে পেলে কিনুন এই সবজি, খাসির মাংসের চেয়েও 'পাওয়ারফুল'