BY- Aajtak Bangla
16 February, 2025
সম্প্রতি হুগলির উত্তরপাড়ায় বাজারে ৫০০-র জাল নোট নিয়ে ধরা পড়েন দুই যুবক। কীভাবে ৫০০-র নোট আসল কিনা চিনবেন?
আসল নোটের কাগজ বিশেষ ধরনের কটন ও পলিমার মিশ্রিত হয়। হাতে নিলে নকল নোট তুলনামূলক মসৃণ ও পাতলা মনে হতে পারে।
আসল নোট আলোতে ধরলে মহাত্মা গান্ধীর ছবি ও ৫০০ লেখা ওয়াটারমার্ক হিসেবে স্পষ্ট দেখা যায়। নকল নোটে এটি অস্পষ্ট বা না-ও থাকতে পারে।
আসল নোটের নম্বর বাঁদিক থেকে ডানদিকে ক্রমশ বড় হতে থাকে। নকল নোটে নম্বরের গঠন ভুল থাকতে পারে বা সব নম্বর সমান আকারের হতে পারে।
আসল নোটে ‘Reserve Bank of India’ লেখাটা স্পষ্ট ও মসৃণ থাকে। নকল নোটে লেখা হালকা বা অস্পষ্ট হতে পারে।
৫০০ টাকার আসল নোটে, নীচের ডানদিকে একটি সংখ্যা থাকে যা কোণ পরিবর্তন করলে সবুজ থেকে নীল হয়ে যায়।
আসল নোটে গান্ধীজির ছবি খুবই স্পষ্ট ও সুক্ষ কাজ থাকে। নকলে তা না-ও থাকতে পারে।
যদি সন্দেহজনক নোট পান, তাহলে কাছের ব্যাঙ্ক বা পুলিশের কাছে জানান। সচেতন থাকুন, অন্যদেরও সতর্ক করুন!
৫০০-র নোট নেওয়ার সময় সর্বদা সতর্ক থাকুন।