9 AUG, 2024

BY- Aajtak Bangla

৫০০ টাকার নোটে স্টার মার্ক, আসল নাকি নকল? 

৫০০, ১০০০ ও ২০০০ টাকার নোট নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ভুয়ো খবর ঘুরে বেড়াচ্ছে।

যা নিয়ে মাঝে মাঝেই বিবৃতি জারি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় স্টার মার্ক-সহ ৫০০ টাকার নোট (500 Rupees Note) নিয়ে বিভ্রান্তিমূলক খবর ছড়াচ্ছিল।

বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) নোটের নম্বর প্যানেলে উপস্থিত একটি স্টার (*) চিহ্ন সহ ব্যাঙ্কনোটের বৈধতা সম্পর্কিত বিষয় বিবৃতি জারি করেছে।

কারণ এই স্টার সিরিজের নোটগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আরবিআই বলেছে যে এই নোটগুলি অন্য বৈধ নোটের মতোই।

ক্রমিক নম্বরযুক্ত নোটের বান্ডিলে ভুলভাবে মুদ্রিত নোটের পরিবর্তে স্টার মার্কযুক্ত নোট জারি করা হয়।

স্টার মার্কটি সহজভাবে নির্দেশ করে যে এটি একটি পরিবর্তিত বা পুনর্মুদ্রিত নোটের জায়গায় জারি করা হয়েছে।

কাজেই এবার ৫০০ টাকার নোটে স্টার মার্ক চিন্হ দেখলে বিভ্রান্ত হওয়ার কোনও দরকার নেই। এই নোট দিয়ে অন্য নোটের মতোই লেনদেন করা যাবে।