BY- Aajtak Bangla

এই ৬ পশুর ছবি আনে সৌভাগ্য, প্রত্যেক বাড়িতে থাকা উচিত

21 September 2024

বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে কোনও কোনও প্রাণীর মূর্তি রাখা শুভ বলে মনে করা হয়। 

এতে জীবনে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। এই ছবিগুলি আপনার মনও শান্ত করে।

এক জোড়া হাতি - বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে এক জোড়া হাতি রাখা শুভ বলে মনে করা হয়। এতে পরিবারে একতা বজায় থাকে। সেই সঙ্গে দাম্পত্য জীবন সুখের হয়।

কচ্ছপ - কচ্ছপকে ভগবান বিষ্ণুর একটি রূপ মনে করা হয়। বাড়িতে কচ্ছপের ছবি রাখলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন। বাড়ির পূর্ব বা উত্তর দিকে কচ্ছপ রাখলে ধন-সম্পদ আসে।

রাজহাঁস জোড়া - বাস্তুশাস্ত্র অনুসারে, ড্রয়িং রুম বা বেডরুমে কয়েকটি রাজহাঁসের ছবি রাখা ভাল বলে মনে করা হয়। কথিত আছে, এতে স্বামী-স্ত্রীর বিবাহিত জীবনের উন্নতি ঘটে। 

মাছ -বাস্তুশাস্ত্র অনুসারে, মাছকে সম্পদ ও শক্তির প্রতীক মনে করা হয়। আসে সম্পদ। মাছের ছবি বাড়ির উত্তর-পূর্ব বা পূর্ব দিকে রাখা শুভ।

গরু - শাস্ত্র মতে সকল দেব-দেবীই গরুর মধ্যে বসবাস করেন। তাই বাড়িতে গরুর মূর্তি রাখলে ঘরে সুখ সমৃদ্ধি আসে।

উট - উট সংগ্রাম ও সাফল্যের প্রতীক। বাড়ির ড্রয়িংরুম বা বসার ঘরের উত্তর-পশ্চিম দিকে এটি রাখলে কর্মজীবন বা ব্যবসায় সাফল্য আসে।