BY- Aajtak Bangla

গণেশের ৬ প্রিয় খাবার কী? ভোগ দিলে ইচ্ছেপূরণ হয়

20 SEPTEMBER, 2023

পুরাণ অনুযায়ী, গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। 

বলা হয়, গণেশের কিছু প্রিয়  খাবার ভোগ দিলে ঠাকুর তুষ্ট হন। বানাতে পারেন গণেশ ঠাকুরের এই প্রিয় ৬টি খাবার

মোদক মোদক গণেশ ঠাকুরের প্রিয় খাবার। চিনি, বাদাম ও মিষ্টি দিয়ে বানানো এই খাবার খুবই সুস্বাদু। 

পুরন পুলি ময়দা দিয়ে বানানো এই পরোটার ভিতরে থাকে ছানা, ডাল, নারকেল এবং গুড়। 

লাড্ডু মোদকের মতন লাড্ডুও গণেশ ঠাকুরের অন্যতম প্রিয় খাবার। এই মিষ্টি বেসন, ঘি, চিনি, জল, রাভা দিয়ে বানানো হয়। 

পেরা দুধ, দিধের গুঁড়ো, চিনি, ও এলাচ দিয়ে বানানো আরও একটি প্রিয় খাবার গণেশ ঠাকুরের। 

কলা কলা গণেশ ঠাকুরের অন্যতম প্রিয় খাবার। 

পায়েস দক্ষিণ ভারতে গণেশ ঠাকুরকে পায়েস খেতে দেওয়া হয়। চাল, দুধ, গুড়, নারকেল ও এলাছ দিয়ে তৈরি হয় এই সুস্বাদু খাদ্য।