BY- Aajtak Bangla

বগল তুললেই জঘন্য গন্ধ, দুর্গন্ধ দূর করার ৬ টিপস পার্লার দিদির

26th February, 2025

বাসে-ট্রেনে যাওয়ার সময় হাতল ধরতে গিয়ে হাত তুলতেই হয়, আর তখনই বগল থেকে বাজে গন্ধ অন্যদের বিরক্তির কারণ হতে পারে।

গরমের সময় তো বটেই, অনেকের বগলে এমনিই বাজে গন্ধ হয়। তাই ঘাম ও দুর্গন্ধের ব্যাপারে একটু সচেতন থাকাটা আমাদের প্রত্যেকেরই নাগরিক দায়িত্ব।

কিছু টিপস মেনে চললে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে বাঁচতে পারবেন।

রোজ স্নানের পর খানিকটা ফিটকিরি ভিজিয়ে বগলে হালকাভাবে ঘষে নিন। বাজে গন্ধের সঙ্গে নিয়মিত ব্যবহারে বগলের কালো দাগও চলে যায়।

স্নানের সময় জলে অল্প ফিটকিরি মিশিয়ে নিতে পারেন। এতেও গন্ধ দূর হয় বগলের।

এছাড়াও ঘেমে গেলে ঘাম দ্রুত মুছে ফেলা উচিত।

এক কাপ ট্যালকম পাউডারের সঙ্গে দুই চা–চামচ ফিটকিরি গুঁড়ো মিশিয়ে একটি কৌটোয় রেখে দিতে পারেন। বাইরে যাওয়ার সময় ব্যাগে এই কৌটা রাখতে পারেন, প্রয়োজনমতো ব্যবহার করা যাবে।

লেবুর রস ঘামের দুর্গন্ধ দূর করতে অত্যন্ত কার্যকর। বাড়িতে থাকা পাতিলেবু দু’টুকরো করে অর্ধেক অংশ বগলে ঘষুন। এবারে লেবুর রস শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। 

ত্বকের বিভিন্ন সমস্যায় নারকেল তেল অত্যন্ত কার্যকরী। ঘামের দুর্গন্ধ কমাতেও ব্যবহার করতে পারেন নারকেল তেল। এটি ঘামের ব্যাকটেরিয়াকে নিমেষে দূর করে।