6 April, 2025
BY- Aajtak Bangla
গায়ের রং উজ্জ্বল হোক, এই প্রত্যাশা প্রায় সবারই। আর মেয়েরা যে কারণে একাধিক প্রসাধনী ব্যবহার করে থাকেন।
তাতে সাময়িকভাবে ফর্সা হলেও ত্বকের দীর্ঘস্থায়ী ক্ষতি হয়ে যায়।
তবে এক্ষেত্রে ঘরোয়া উপায় বেশ কার্যকর। জেনে নিন কীভাবে ঘরোয়া উপায়ে ফর্সা হওয়া যাবে।
দুই চামচ লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে মুখে মাখুন। মিনিট দশেক অপেক্ষা করে তা ধুয়ে ফেলুন। রঙ উজ্জ্বল হবে।
কাঁচা হলুদের সঙ্গে লেবুর রস মিশিয়ে মুখে ভালভাবে মেখে নিন। পনেরো মিনিট রাখার পর হালকা গরম জলে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহার করলে সুফল পাবেন।
এক টেবিল চামচ দুধ ও এক চা চামচ মধু নিন। এরপর দুধ ও মধু ভালোভাবে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে মিশ্রণটি মুখে ভালোভাবে লাগিয়ে নিন। কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এতেও ত্বকের রং ফিরবে।
বেসন, দুধ এবং লেবুর রস মিশিয়ে সেই মিশ্রণ মুখে, গলায় লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার এটা লাগান আপনার গায়ের রং অবশ্যই উজ্জ্বল হবে।
কয়েক ফোঁটা লেবুর রসের সঙ্গে টমেটো পিউরি মিশিয়ে মুখে এবং গলায় ব্যবহার করুন ফর্সা ত্বকের জন্য এবং ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
সপ্তাহে একবার পাকা কলা চটকিয়ে মুখে লাগান আর ৩/৪ মিনিট পর ধুয়ে ফেলুন। মুখে লুকিয়ে থাকা সব ময়লা নিমিষেই পালিয়ে যাবে আর আপনি হয়ে উঠবেন আরও আকর্ষণীয়।